কারো লাইফে যদি ইনস্ট্যান্ট মোটিভেশনের দরকার হয়, তাহলে মুভিটা আপনার জন্য মাস্টওয়াচ।❄️
🎬12th Fail
IMDB Rating:9.2/10
পার্সোনাল রেটিং:১০/১০
সবার লাইফে সুখ-দুঃখের গল্প থাকে।আর মুভিটা সবার লাইফের একটা পার্ট ও হতে পারে।মুভিতে কোনো এক্সট্রা সীন নাই যা কাউকে বিরক্তিবোধ এনে দিবে।
মুভিটা দেখতে শুরু করার পর থেকে শুধু ভাবতেছিলাম-এরকম মুভি অনেক বছর থেকে মেইবি দেখা হয়না।
সততা,বিশ্বাস,ধৈর্য্য,একাগ্রতা,নিজের সিদ্ধান্তে অটল থাকা,ইমোশন,ফ্যামিলি,ভালোবাসা সবকিছুই এই মুভিতে পাবেন।
সবসময় নিজের পরিকল্পনা মাফিক কিছু হয়না আর সেজন্য পরিশ্রম করেও যে সবকিছু পাওয়া যায় এবং সৎ থেকেও এই পৃথিবীতে কিছু করা সম্ভব, তা আপনাকে বুঝতে শিখাবে এই মুভি।🌸
আর সবসময় সব মানুষকে একপাক্ষিকভাবে ভাবতে নেই,এক্সেপশনাল অনেককিছুই আছে এবং অনেক মানুষও আছে আর সেটাই হয়তো আপনার লাইফে সবটা জুড়েই থাকবে।🌻
যারা দেখেননি তারা দেখে আসতে পারেন🖤