Discovery , nat geo বা hollywood movie নিয়মিত দেখি না, তাই লোকের কেন প্রত্যাশা পূরণ হচ্ছে না বুঝিনি। অসাধারণ মুভি, অভিনয়। কমলেশ্বর বাবুর দুর্ধর্ষ গল্প এবং নির্দেশনা। যেরকম ঝুঁকি নিয়ে প্রথমবার amazon উপত্যকায় ভারতীয় সিনেমার চলচিত্রায়ন হয়েছে, দেব দুবার প্রাণ হাতে নিয়ে বেঁচেছে তাতে এই সিনেমা landmark.ভারতীয় সিনেমা অনেকদিন পরে অনবদ্য আন্তর্জাতিক মানের শুটিং করেছে। hats off, বক্স অফিসে ব্লকবাস্টার হোক