শুরু টা ঠিকই ছিল ।কিন্তু মাঝপথে দিশা হীন হয়ে গেছে ।তবে সব মিলিয়ে যে পথেই চলুক সেখানে খেই হারিয়ে ফেলেনি ।না হলে আর দেখতে ইচ্ছা করতোনা ।ইরাবতী র লড়াই টা কেবল মাত্র সংসারে সীমা বদ্ধ থাকার কথা ছিল না বোধকরি ।তবে একটা কথা বলতেই নতুন মুখ গুলি খুবই সাবলীল অভিনয় করেছেন ।শুভেচ্ছা রইল ।