গল্প , চরিত্র , দৃশ্যকল্প এবং একটা সার্থক ছবি করতে যা যা প্রয়োজনীয় উপাদান তা সবই এই ছবিতে আছে। কেবলমাত্র ছবি মানুষের মনোরঞ্জক ই নয় বরং ঠাকুরের মতে "নাটকে লোকশিক্ষে হয়"। ঐতিহাসিক বহু তথ্য , ঘটনার উল্লেখ ও অতীতের ঐতিহ্য - সত্যিই আমাকে বহু দিক থেকে সমৃদ্ধ করেছে। এই ছবির সাথে সম্পর্কিত প্রতিটি অস্তিত্ব কে আমি আন্তরিক শ্রদ্ধা জানাই।
।। জয়গুরু ।।