খারাপ লাগেনি ,তবে শেষ টা বড্ড ক্লিশে। ঋতাভরী কে শেষে ঐ চরিত্রের (গল্পের স্বার্থে বলছিনা) সাথে খাপ খাইয়ে দেওয়া টা ,কাঁচা গল্পের কাজ মনে হল। বরং অনির্বাণ এর কোন অ্যাঙ্গেল টানতে সেটা একটু বেশিই বাস্তব সম্মত হতো। আর কিছু ভুল চোখে পড়েছে যার মধ্যে অন্যতম ‐-
১) বনি চড়া রোদে রেইনকোট পড়ে বন্দুক হাতে নেপাল কে মারতে গেল কেন? ও তো পুলিশ, ওর লুকোনোর তো দরকার ছিলনা অথচ রেইনকোট পড়ে খুনের আদলে খুন করতে এল এবং সেটাও অফিসার দের জানিয়ে!! হাস্যকর।
২) গোপে র খুনের পরেরদিন যখন ওর বাড়িতে পুলিশ এল জিজ্ঞাসাবাদের জন্য, তখন প্রায় ২৪ ঘন্টা পরেও ওর স্ত্রীর হাতে শাঁখা!!
যাইহোক মন্দ লাগেনি, তবে আরো ভাল হতে পারতো। অঙ্কুশ ভাল করেছে,তবে আরো ভাল হবার জায়গা আছে, বনি কে অভিনয় শেখানো এবার খুব দরকার।আর ঋতাভরী সুন্দর, অনির্বাণ আর শান্তিলাল যথাযথ। আমি এই মুভিকে দেব ২.৫/৫।