হতাশা এক: ভেবে ছিলাম নন-ফিকশন, পড়তে গিয়ে দেখি ফিকশন 😔। হতাশা দুই: হত্যা রহস্যের ভিতর ভৌতিক ব্যাপার ঢোকানো🥴।
তারপরও বইটা শেষ করতে চাই লেখকের সমাপ্তি টানায় কতটা সফল হলেন তা দেখার জন্য।
আমার পড়া লেখিকা সিমোন সেন্ট জেমস এর প্রথম বই The book of cold cases। কিন্তু আমি ভেবে ছিলাম নন-ফিকশন বই, পড়তে গিয়ে দেখি ফিকশন। তারপরও পড়া চালিয়ে গেলাম থ্রিলার ধাঁচের বই মনে করে। কিন্তু কোথা থেকে ভৌতিক ব্যাপার স্যাপার ঢুকে গেলো। ভাবলাম বই এর শেষে লেখকা ভৌতিক ঘটনার একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা করতে দিবেন কিন্তু তিনি অতিপ্রাকৃত ঘটনা ব্যাবহার করলেন হত্যা রহস্য উন্মোচনে!!! অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল (প্রেতাত্মা সহ) টাইপের সমাপ্তি টানালেন।
আমার একটা প্রশ্ন,বইতে সাত জন অপমৃত্যুর শিকার হয়েছেন উল্লেখ আছে কিন্তু মাত্র একজন প্রেতাত্মা বা ভুত হতে সফল হলেন। অন্যরা পারলেন না কেন??