কুশী নদীর অপর পারে দিগন্তবিস্তৃত অরণ্যপ্রান্তর আগেও ছিল, এখনো আছে। দক্ষিণ ভাগলপুর ও গয়া জেলার বন পাহাড় চিরবিখ্যাত।প্রায় একশো বছর আগে লেখক সেই বনপ্রান্তরে কয়েক বছর কর্মসূত্রে অবস্থান করেন। সেই অভিজ্ঞতা সঞ্চয়ের ফল 'আরণ্যক' উপন্যাস। শুধুমাত্র কাল্পনিক নয়। প্রাকৃতিক সৌন্দর্যভরা জগতের পাশাপাশি কতো ধরনের মানুষের কতো অদ্ভুত জীবনধারার স্রোত লেখকের মরমী লেখনীতে উদ্ভাসিত হয়েছে। অসাধারণ!