হাসান হামিদের লেখা চেহেল সেতুন (Chehel Setun) উপন্যাসটির নামকরণ করা হয়েছে আসলে একটি প্রাসাদের নামে। ১৭০৪ সালে রাজস্ব বিভাগের রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ সরিয়ে আনার পর নবাব মুর্শিদকুলী খান এটি নির্মাণ করেছিলেন। এই প্রাসাদকে ঘিরে যার গল্প, সেই গল্প বিক্রি হয়ে যাওয়া একজন ক্রীতদাসের; স্রোতের বিপরীতে হেঁটে চলা একজন নবাবের। রাজা-বাদশাদের কথা বললে অনিবার্যভাবেই চলে আসে বিলাসিতা, যুদ্ধবিগ্রহ, জৌলুশ, মদের বুদবুদ আর নারী মাংসের গন্ধ। তবে এসবের পাশ কাটিয়ে পাঠক এখানে পাবেন অর্জন, আত্মবিশ্বাস আর দুর্দান্ত জীবনবোধের অন্য এক গল্প।