এটি একটি খুব সুন্দর সত্য ঘটনার উপর নির্মিত ছবি। প্রত্যেক হিন্দু মা বোনেদের এবং প্রত্যেক হিন্দু ভাইদের এই মুভিটি দেখা উচিত। যেমন কাশ্মীর ফাইল দেখেছেন আপনারা , তার থেকেও ভয়ঙ্কর এই কেরালা স্টরি হিন্দুদের মেয়েদের উপর কিভাবে অত্যাচার হয়েছিল। আজকের হিন্দুরা যদি না জাগে, পাঠান ও অন্যান্য সিনেমা নিয়ে মাতামাতি করে তাহলে হিন্দুদের পতন অনিবার্য।