আমি জীবনে অনেক অনেক সিরিয়াল দেখেছি,কিন্তু সবগুলোর মধ্যে চিরকাল শ্রেষ্ঠ ধারাবাহিক হিসেবে থেকে যাবে "প্রথমা কাদম্বিনী"।সেটাও সম্ভব হয়েছে স্টার জলসার জন্য আর কাদম্বিনী দেবীর অভিনয় শোলাঙ্কি দি ছাড়া কারোর পক্ষে করা সম্ভব নয়।একই ভাবে দ্বারকানাথ গাঙ্গুলীর চরিত্রে হানি বাফানা,উদয়তারা দেবীর চরিত্রে খেয়ালী দস্তিদার,আগমনীর চরিত্রে শ্রীতমা,বিনির মায়ের চরিত্রে বিদীপ্তা বেস্ট বেস্ট বেস্ট।এই সিরিয়ালে প্রত্যেকের অভিনয় বেস্ট।এইরকম শিক্ষামূলক ধারাবাহিক আগে কখনো হয়নি আর ভবিষ্যতেও হবেনা।
" প্রথমা কাদম্বিনী " সব সব সব থেকে সেরা।