কাহিনীর বিন্যাস দারুণ। সিনেমার সঙ্গায় বিশাল পর্দার, বিশাল জীবনের যে সম্পর্ক তা এই সিনেমায় আছে। ওটিটিতে দেখার জন্য সিনেমা যে জন্য দেখা তার ৭০ ভাগ স্বাদ মিলবে। এমন সিনেমা সিনেমা হলের জন্য, জীবনের জন্য যখন সিনেমা, জীবনের গল্পে যখন সিনেমা তখন কি মুঠোফোনের পর্দায় জীবন ঠিক মতো দেখা যায়?