নিরীহ মানুষকে ঠকিয়ে প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাৎ
আবাসন প্রতিষ্ঠানের নামে কথিত ব্যবসা খুলে একটি চক্র প্রায় ১৪ হাজার নিরীহ মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কমপক্ষে তিনশ কোটি টাকা। তাদের মূল টার্গেট ছিল বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। অধিক লাভের আশায় অনেকে জীবনের শেষ সম্বল তুলে দিচ্ছেন তাদের হাতেই।
সঙ্ঘবদ্ধ এই প্রতারক চক্রটি বনানী ও উত্তরাতে ‘পূর্বাচল মডেল স্যাটেলাইট টাউন লিঃ’, ‘মেগা স্যাটেলাইট সিটি লিঃ’ ও ‘মেগা ট্রান্সপোর্ট লিঃ’ নামে কয়েকটি ভুয়া কোম্পানি ২০১৮ সালের জুলাই থেকে পরিচালনা শুরু করে। তারা ১৬ মাসে টাকা দ্বিগুণ ও এক কাঠা জমি কিনলে এক কাঠা জমি ফ্রী এবং মেগা ট্রান্সপোর্টে লিঃ-এ একক বা যৌথভাবে টাকা বিনিয়োগ করে এসি বাসের মালিকানা গ্রহন করলে আকর্ষনীয় হারে মুনাফা প্রদান করা হবে বলে ঘোষণা দেন।
পূর্বাচল মডেল স্যাটেলাইট টাউন লিঃ ও মেগা স্যাটেলাইট সিটি লিঃ-এর কর্তৃপক্ষ ঘোষনা দেন যে, তাদের কোম্পানিটি ২০৫৩ বিঘা জমি নিয়ে গঠিত হবে এবং বর্তমানে তাদের ১,৭০০ বিঘা নিজস্ব জমি আছে। পরবর্তিতে খোঁজ খবর নিয়ে জানা যায়, ঐ প্রকল্পে তাদের নিজস্ব ১০ বিঘা জমিও নাই এবং ঘোষিত ঐ সকল প্রকল্পের কোন ভিত্তি নাই।
প্রতারকচক্র প্রক্য ১৪০০০ নিরীহ মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়ে সরে পড়েছে। টাকা হারা নিঃস্ব মানুষের কষ্ট উপলব্ধি করার মত কেউ নাই। ।
আপনাদের ইত্যাদী'র মাধ্যমে এই বিষয়টিসরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তুলে ধরতে চাই।