মানুষ যদি একবার বুঝে যায় যে আপনি স্যাক্রিফাইস করতে জানেন, সে যেই হোক! মা, বাবা, ভাই, বোন বন্ধু যেই। তখন তারা সব সময়ই এক্সপেক্ট করবে যে আপনিই স্যাক্রিফাইস টা করুন। কারণ আপনি এই কাজটা তে অভিজ্ঞ।
---আর মানুষ সব সময় অভিজ্ঞ লোক ই খোঁজে।
থেঁতলে যাওয়া কলিজা নিয়ে বেঁচে থাকা মানুষ গুলো,
দেখতে মারাত্মক ভয়ংকর রকমের হয়.!
এদের কিন্তু মুখ দেখলেই চেনা যায়.!
এসব মানুষ অতিরিক্ত পরিমাণে হাসি-খুশি থাকে.!
এরা সবার মন ভালো রাখতে সারাদিন ব্যস্ত থাকে,
এরা পরিচিত, অপরিচিত মিশে যায় সবার সাথে.!
.
অহ হ্যা আর একটা কথা এরা কিন্তু আবার খুব ভীতু হয়,
কারণ তাদের সাথে সবসময় খারাপটাই হয়েছে.!
আর তাই তাদের সাথে যদি ভালো কিছু ঘটে,
তাহলে তারা খানিকটা ঘাবড়েই যায়.!
.
আসলে অন্য আট-দশটা স্বাভাবিক মানুষের মতোই,
এদের বাইরের দিকটা দেখতে এক হলেও,
এদের ভিতর টা কিন্তু পঁচা লাশের মতো একবারে জখম.!
.
বিশ্বাস করুন.....
এদের কলিজা পুরো টা থ্যাতলানো.!
এদের কলিজা তেকে প্রচুর রক্ত বের হয় প্রতিদিন রাতে.!
এদের হৃদপিন্ডটা তারকাটার মতো ঝাঁঝরা করা.!
পাজড়ের হাড় গুলোও বেশ খানিকটা টুকরো টুকরো.!
এরা কিন্তু কখনো লোক দেখিয়ে কাঁদে না.!
হ্যা হয়তো অন্ধকার ঘরে, কিংবা নির্জনে কাঁদে,
তবে সেটা নিশ্চুপে, হাউমাউ শব্দ করে না.!
.
হয় গভীর রাতে ঘুম ভেঙ্গে গেলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে.!
এরা ভালোবাসা জিনিস টাকে ভালোবাসতে জানে.!
সত্যিকারের ভালোবাসাটাকে শ্রদ্ধা করতে জানে.!
সত্যি হলো এই মানুষ গুলো একেবারেই মৃত,
এরা সবদিক থেকেই মৃত.!
শুধুমাত্র দেহটা কবরে দাফন করার অপেক্ষা.!
তবে আরেকটা সত্যি হলো বিশেষ একজন কারোর কাছে, এই লাশ- জ্যান্ত করার ক্ষমতা এখনো আছে.!
.
- Noor - ( কবর প্রিয় মানুষ )