ডিরেক্টর অতনু ঘোষের পরিচালনায় বাবা ছেলের সুসম্পর্কের অভূতপূর্ব সিনেমা ময়ূরাক্ষী। এই সিনেমা টি দেখার পর আমি আমার বাবা এবং মা কে নতুন ভাবে চিনতে পারলাম । আমি এই সিনেমা টি দেখে অনুভব করেছি আমি যেখানেই চাকরি করতে যাবো আমার বাবা এবং মা কে সঙ্গে করে নিয়ে যাবো আমার নিজের সাথে রাখবো তাদের কখনোই আমি একা কোথাও ছেড়ে যাবনা ।