৪ স্টার রেটিং মানেই যে খুব ভাল লেগেছে তা কিন্তু না। আসলে ওই সময়ের সিনেমাগুলোর কাহিনী, স্থান, চরিত্র সব কিছুই ভাল ছিল। সবথেকে যেটি বেশী ভাল সেটি হচ্ছে ওই সময়ের সিনেমাগুলোর গান। গানের জোরেই সিনেমাগুলো বেশীই চলতো। আর তাছাড়া আমার ব্যক্তিগত জীবনের অনেকটা স্মৃতি মনে পড়ে যায় ওই সময়ে সিনেমাগুলো দেখলে। মেয়ে সংক্রান্ত কোনো ব্যাপার না--- আসলে আমার মামাবাড়ীর পরিবেশ বা প্রাকৃতিক দৃশ্যপটের সাথে মাঝেমধ্যে অনেক সিনেমার সাথেই প্রায় ম্যাচ করতো।