ভাই রে ভাই.. কি দেখলাম মারাত্মক লেভেলের একটা মুভি। পুরাই Masterpiece 🖤
বিভিন্ন যায়গায় রিভিউ দেখছিলাম মুভিটার, অনেকদিন ধরে দেখবো দেখবো দেখাই হয় না। অবশেষে দেখলাম। রাতের ঘুম উড়িয়ে দেবার মত ভয়ানক, রহস্যে ভরা, ক্রাইম থ্রিলার একটা মুভি। আড়াই ঘন্টার মুভি একটা মিনিটও বোরিং করেনি, কোথাও স্কিপও করতে হয়নি। পুরোটা জুড়ে টান টান উত্তেজনা। সব মিলিয়ে ভালো লাগছে ❤️
যারা মুভিটা দেখো নাই, ইচ্ছে হলে দেখতে পারো। ইউটিউব এ পাওয়া যাবে।
Again I'm Saying, Watch This Movie! Vallagbe🙂