খুব ছেলেবেলায় বিনোদন বলতে ছিল বাসার বক্স-টিভিতে চলা "বিটিভি"।সেসময় একটা চলচিত্র বেশ ক'বার দেখা হয়েছিল বিটিভিতে- হঠাৎ বৃষ্টি। ছবির প্রধান দুটি চরিত্রে ছিলেন আমাদের ফেরদৌস, আর ওপার বাংলার প্রিয়াঙ্কা ত্রিবেদী। আজ পর্যন্ত সব মিলিয়ে এত্ত চলচিত্র দেখা হয়েছে যে, ভাল মানের নতুন চলচিত্রই আর পাই না। কিন্তু, কোন রোমান্টিক ঘরানার চলচিত্রই আমার মনে "হঠাৎ বৃষ্টি" -'র সমতুল্য ছাপ ফেলতে পারে নি। ক্লাসিক-কালজয়ী ভালবাসার গল্প আমার কাছে তাই "হঠাৎ বৃষ্টি" 'রই সমার্থক। কেন জানি, আমার এই এক জায়গাতেই আর রবী-শেক্সপিওর জুটি জিতলো না। জানি না, কিন্তু "হঠাৎ বৃষ্টি" 'র কারণেই হয়ত আজ আমি এক "বৃষ্টি" প্রেমী পাবলিক!