বেশ কিছু দিন আগে নন্দনে বাংলাদেশ film festival এ হাওয়া ফিল্মটি নিয়ে কলকাতা চলচ্চিত্র প্রেমীদের মধ্যে বিশাল উন্মাদনা দেখা যায়। সেই উন্মাদনায় গা ভাসিয়ে তিনবার চেষ্টা করেও ফিল্মটি দেখার সুযোগ হয়নি। বিশাল ভিড়, দুঘন্টা আগে গিয়েও প্রায় পাঁচশ মানুষের পিছে। যাই হোক আজ কলিকাতা ২৮তম ফিল্ম festival এ নন্দনে সন্ধ্যা ৭টায় হাওয়া প্রদর্শিত হয় । প্রতিবারের মতো এবারও guest card বুকে ঝুলিয়ে একশো জনের পিছে লাইন দিয়ে প্রবেশ করলাম। কি আনন্দ কি উৎফুল্ল। সৃজিত,রাজ চক্রবর্তী, ইন্দ্রনীল সেন একে একে মঞ্চে উপস্থিত হয়ে ফিল্মটির কি উছোসিত প্রশংসা। আমার উত্তেজনা আরও বৃদ্ধি পেলো।
ফিল্মটি দেখলাম।
এবং চূড়ান্ত হতাশ হলাম। এমন বেদের মেয়ে জ্যোৎস্না টাইপের ফিল্ম দেখতে এতো পাগলামি।
অবাক হলাম কলকাতার চলচ্চিত্র প্রেমী মানুষের রুচি কোন স্তরে পৌঁছেছে!! এই শহর সত্যজিৎ মৃণাল ঋত্বিকের শহর.... অপর্ণা ঋতুপর্ণ অনিকের শহর!!