ধরুন আজ হঠাৎ করে আপনি জানতে পারলেন আপনার প্রিয় বন্ধুটি আসলে এক বহুরূপী বা বড় মাপের আসামী। না না আর বলবো না। কথা হচ্ছিলো রক্তরহস্য নিয়ে, হ্যাঁ ঠিক ধরেছেন এপ্রিল মাসে মুক্তি পাওয়ার কথা ছিলো এই ছবি। কিন্তু অবশেষে পঞ্চমীতে ফিতে কাটলো। ট্রেলার দেখে থেকেই আমার ছবিটি হলে গিয়ে দেখার ইচ্ছে হয়। অপেক্ষাটা একটু লম্বা হয়ে গেল। কিন্তু শেষের যা পেলাম সেটা ওই অষ্টমীর ম্যাডক্সের মতো, পুরো জমে ক্ষির। ছবিটি অত্যন্ত যত্ন নিয়ে বানানো হয়েছে, গল্পের বুননটি অসাধারন। গল্পের প্রতি বাঁকে বাঁকে আছে মোচর, সেই মোচরগুলোই উত্তেজনা বাড়িয়ে দেয়। কিছু দৃশ্য চোখে জল আনবে, নিশ্চই আনবে। বাংলা ছবিতে এমন একটা থ্রিলার পাওয়া মানে হাতে চাঁদ।
আবার আসি অভিনয়ের কথায়, কোয়েল মল্লিক এক কথায় অসাধারণ। এত সাবলীল অভিনয় আগে আমার চোখে পড়েনি। ঋতব্রতের চোখ দিয়েই আসলে আপনি ছবিটি দেখবেন ও শুনবেন। বাকিরাও নিজেদের চরিত্র গুলো সঠিক ফুটিয়ে তুলেছে।
আর আছে গান, মিষ্টি প্রেমের গান । মন ছুঁয়ে যাওয়ার মত গান। নবারুণ সুর , আহা!! দেবদ্বীপের গলায় শেষ গানটা ভাসিয়ে নিয়ে গেল পুরো।
দেখলাম থেকে আজ থেকে নন্দনেও চলবে এই ছবিটা। আমি তো আবার যাচ্ছি। আপনারও একবার দেখে সাধ মিটবে না, কথা দিচ্ছি।
এমন একটা গল্প উপহার দেওয়ার জন্য Soukarya Ghosal কে ধন্যবাদ।