ড্রাকুলা স্যার
এই ছবিটি কিছুটা হলেও প্রমান করেদিলো আজকে এই রঙ্গলীলা চিত্রর যুগেও বাঙালি যে আলাদা ভাবে চিন্তা করতে পারে এবং সেটা কাজেও করে দেখাতে পারে তাঁর একটি নিদারুন উদাহরণ এই সিনেমা....... দেশ যা কাল ভাবে, বাঙালি তা পুরো টা আজ ভাবে..... আর অনেক গুছিয়ে ভাবে.
এই সিনেমার প্রত্যেকটা ইঞ্চি, প্রত্যেকটা শট ছাড়া যাবে না.... প্ৰত্যেকটা শটের সাথে প্ৰত্যেক টা শট জড়িয়ে.... লাখ টাকার শট.
র অনির্বান কে নিয়ে একটাই কথা
" আমরা উত্তম কে দেখিনি, অনির্বান কে দেখেছি " এর বেশি ওকে নিয়ে বলা উচিত নয়.