খুব লজ্জার। নারীর অপমান করে উমা কে দিয়ে পা পর্যন্ত ধরানো হচ্ছে। সেই সিরিয়াল যে TRP তে আরো পিছুবে তাতে কোনো সন্দেহ নেই। আমার প্রশ্ন ডিরেক্টরের বাড়ির কোনো মহিলা কি এই ভাবে কারো পা জড়িয়ে ধরবে যে ভাবে নতুন বউ মনে উমা কে মাম মায়ের পা ধরা দেখান হয়েছে। লজ্জা, এই সিরিয়াল আর লোকের দেখাই উচিত নয়।