অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম এই ছবিটার জন্য , অবশেষে 10 অক্টোবরে দেখতে পেলাম ।
বাংলা ভাষার এই ধরণের প্রয়াস দেখে খুব ভালো লেগেছে ।
ছোটোদের ছবি , তাই সঙ্গে আমার 9 বছরের ছেলেকে নিয়ে বসেছিলাম । কিছুক্ষণ দেখার পরে সে উঠে চলে যায় , হয়তো ছোটদের মতো করে হয়ে ওঠেনি । আমি পুরোটাই দেখলাম , ভালো লাগলো ।
দারুন বলতে পারছি না ।
পরিচালক হয়তো অন্তর্নিহিত ( রাজনৈতিক )অর্থের দিকে বেশী সচেতন ছিলেন । বড়দের ভালোই লাগবে । ছোটোদের ছবি ছোটরা কতটা ভালোবাসবে জানিনা ।