সিনেমা বানালে অনেকেই সিনেমা বানায়,কিন্তু গল্প লাগে বস,লাগে ভালো কিছু চরিত্র, আর গল্প এবং চরিত্রের মধ্যে জমাট বুনন।
ছোটবেলা থেকেই টিভির পর্দায় ঘণ্টার পর ঘন্টা হিন্দি,বাংলা সিনেমার গান দেখতে বেশ লাগত।বোধকরি আমার মত অনেকেই সেই দলের প্রাথী।বড় হয়ে বাইরের জগতের সাথে যখন পরিচয় ঘটছে,তখন থেকে সিনেমা দেখার প্রতি অদ্ভুত একটা প্রেম জন্মালো,বেশ লাগত। নতুন নতুন বাংলা,হিন্দি সিনেমা বেরোলেই হলগুলো কেমন যেন আকর্ষণ করতো।আরো প্রেম গভীর হলো south Indian cinema দেখা শুরু করার পর।প্রথমে set Max, তারপর ইউটিউব ছিল আমার ভরসা। যেমন গল্প,তেমন মারপিট,hero villain ১০০/১০০,r BGM.
এবার আসি আসল কথায়।এটা একান্ত আমার মতামত, কেউ মনে নেবেন না।
Jawan দেখে এলাম। এই বইটার X-factor -
১)গল্প (দম লাগে এরকম গল্পের জন্য)
২)BGM (maximum dialogue এর সাথে, মারপিটের দৃশ্যে,hero, villian er entry তে,properly and cleverly used music।just চুমু)
৩)music er beat শুনলেই বোঝা যায় এটা south Indian movie music style
৪) সমস্ত চরিত্র কে সমান গুরুত্ব দেওয়া
শাহরুখ খান toh আছেনই,Vijay Sethupathi ও আছেন; কিন্তু ওই যে জায়গা অনুযায়ী চরিত্র নির্বাচন(দাবার গুটির সঠিক দান) না হলে সিনেমা ফ্লপ।
এই ক্ষেত্রে দান পাক্কা আছে গুরু।
ইন্ডিয়ান সিনেমা আগামী দিনে আরো ভালো ভালো সিনেমা উপহার দিক,আঞ্চলিক সিনেমায় ডিরেক্টর ও যেমন ভালো থাকে,গল্প ও ভালো থাকে;সুতরাং তারা আরো অনেক সুযোগ পাক ভালো কাজ আমাদের উপহার দেওয়ার।