ছেলেবেলার একটুকরো ফিরে পেলাম। ছবিটা অনেকদিন মনে থেকে যাবে। বুঝতেই পারছেন, ছবিটা কেমন হয়েছে! মিনিকে প্রথম দেখেছিলাম 'মিঠাই' সিরিয়ালে। খুব স্বতঃস্ফূর্ত অভিনয়। তার দুরন্তপনা, সারল্য, মজা, হাসি, আনন্দ সবই খুব সুন্দর। এটা যে সে অভিনয় করছে, মনে হয়নি।
মিঠুন চক্রবর্তীর কথা আলাদা ভাবে আর বলার নেই। মিঠুন চক্রবর্তী ছাড়া ওই চরিত্রে কাউকে ভাবাই যাচ্ছে না। এটা ওনার অভিনয় করা শ্রেষ্ঠ ছবিগুলোর মধ্যে একটা।
আবির চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকার মিনির বাবা মায়ের চরিত্রে একেবারে পারফেক্ট। কাঞ্চন মল্লিক ও বাকিরাও নিজেদের চরিত্রে যথাযথ। পরিবার নিয়ে দেখে আসুন ছবিটি, যদি এখনো না দেখে থাকেন। ছোটদের খুব ভালো লাগবে। হাসি, কান্না বিভিন্ন অনুভূতির মাঝে ছোটরাও বুঝতে শিখবে - "সবার ওপরে মানব ধর্ম," সাথে বড়োদের নস্টালজিয়া তো আছেই।