ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে, আমার জীবনের সবচেয়ে সেরা ও প্রিয় সিনেমা। ২০০১ সালে প্রাথমিক সমাপনী(বৃত্তি) পরীক্ষার পরেই সর্বপ্রথম এই ছবির গানগুলো একে একে শুনতে পাই এবং সেইথেকে এই আবেগঘন সুরের মাঝে কতবার যে হারিয়ে গেছি তা গুনে বলা সম্ভব নয়। এক কথায় বলতেগেলে ছোটবেলার থেকে এই পর্যন্ত সমস্ত আবেগ জরিয়ে আছে এই একটি সিনেমা। এতটা আবেগঘন সিনেমা দ্বিতীয়বার আর কখনো দেখিনি। তাইতো যতবারই সম্পুর্ন সিনেমাটি দেখতে শুরু করেছি ততবারই কেঁদেছি। একটি পরিবার, বাবা, মা, ভাই, বোন, সন্তান এই সম্পর্ক যে কি তা শুধু সেই বুঝে যে এর শুন্যতা অনুভব করতে পারে। আবারো ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে।