First day first show
টপ গান ম্যাবরিকের স্মৃতি এখনো টাটকা তাই খুব বেশী আশা নিয়ে দেখতে যাইনি ফাইটার | কিন্তু স্টান্ট সত্যিই অবাক করার মত | হিন্দি সিনেমা এখানে হলিউডকে টক্কর দিয়েছে অ্যাকশন সিন এ |
গল্পে বিশেষ কোনো নতুনত্ব নেই | কিন্তু পরিবেশনা খুব স্মার্ট | গল্প মূল ট্র্যাক থেকে কখনোই দিশেহারা হয়না | হৃত্তিক এবং দীপিকার স্ক্রিন প্রেসেন্স এবং কেমিস্ট্রি হাঁ করে দেখার মত | অভিনয় সবার খুব ভালো | ছোট ছোট পার্শ চরিত্রতেও শক্তিশালী অভিনেতাদের ব্যবহার করা হয়েছে | বেশ কিছু সেন্টু মার্কা সিন ও আছে যেগুলোকে খুব বাড়াবাড়ি মনে হয়না |
অ্যাকশন সত্যি খুব ভালো | এয়ার ফাইট দৃশ্যে একটি সমস্যা হয় , কে শত্রু পক্ষ কে মিত্র বুঝতে একটু বেগ পেতে হয় | সেই বিষয়টি এখানে বিশেষ ভাবে নজর দেওয়া হয়েছে | ছবির শেষের হাতাহাতিটা না হলেই ভালো হত কিন্তু সেটা তো হিন্দি ছবির ভবিতব্য | কী আর করা !
FDFS দেখতে যাবার একমাত্র কারণ হৃত্বিক | শেষ ছবি বার হয়েছিল 5 বছর আগে | হৃত্বিকের উচিত আরো ঘনঘন পর্দায় আসা | এই ছবিতে হৃত্বিক কে দেখে দেখেও আঁশ মেটে না |
ছবির গান খুব খারাপ | ছবিটা 3D তে যা অ্যাকশন দৃশ্য কে অন্য মাত্রা দেয়| তাই সম্ভব হলে 3D তেই দেখুন |