উইন্ডোজ এর যে কোন সিনেমাই আমি ভীষণ পছন্দ করি। প্রচার কম, কিন্তু খুব ভাল সিনেমা ওনারা বানান।
তা সত্ত্বেও ওনাদের নতুন ছবি, "বহুরূপী" দেখে কিন্তু অত ভাল লাগলোনা।
কারণ গুলো বলি।
১) আবির আর রীতাভরী র অংশগুলো ক্লান্তিকর, এবং অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় বলে মনে হয়েছে যার অনেকটাই হয়তো কমানো যেত। এবং মূল কাহিনীর তাতে কোন ক্ষতি হতো না।
আমার মতে "পরী" চরিত্র টাই অদরকারী বলে মনে হয়েছে।
২) আবীর এর অভিনয় ওনার নিজের তুলনায় অনেকটাই নিস্প্রভ।
৩) সোশ্যাল মিডিয়া তে ছবির প্রমোশন গুলো দেখে মনে হয়েছিল, বহুরূপীদের গান বা নাচ, ছবির অনেকটা জুড়ে থাকবে, সেখানেও হতাশ হলাম। পুরো ছবিতে ওনাদের পারফর্ম করতে দেখলাম, মাত্র কয়েক মিনিট।
বাকি কৌশানি অনবদ্য।
আর শিবপ্রসাদ -
কোন কথা হবেনা।