যদিও আমি 'চতুরঙ্গ' পড়িনি বা এর কাহিনী অবলম্বনে নির্মিত সিনেমা দেখিনি কিন্তু 'চতুরঙ্গ' নামটি শুনলেই আমার খুব প্রিয় নায়িকা সুচিত্রা সেনের কথা মনে যায়। তার এই একটাই আফসোস , রবীন্দ্রনাথের চতুরঙ্গ র নায়িকা হবেন, সব ঠিক ছিল কিন্তু প্রযোজকের(হেমেন গাঙ্গুলী) হটাৎ মৃত্যু । মহানায়িকার কাছে চতুরঙ্গ উপন্যাস হয়েই রইল, সিনেমা আর হল না ।