এক কথায় অসাধারণ একটা সিনেমা। চুর্নি গাঙ্গুলি অসম্ভব ভালো একজন অভিনেত্রী । এই সিনেমার প্রত্যেক টা চরিত্রের অভিনয়ে আমি মুগ্ধ। জয়া আহসান অনবদ্য ভাবে তার চরিত্র কে ফুটিয়ে তুলেছে। আম্বরিশ মানুষ টা সত্যি ই রত্ন। এমন একজন অভিনেতা কে এই বাংলা ইন্ডাস্ট্রি পেয়ে ভাগলাব করেছে। লিলি ম্যাম কে নিয়ে কিছু বলার নেই she is outstanding। All above thanks to Kaushik Ganguly for gifting us this film ...
এখন মনে হচ্ছে ভাগ্যিস বাঙালি হয়ে জন্মেছিলাম ✨
"আলাদা আলাদা " what a Lyrics❤️ hoyto sudhu Anupam Roy e paren amon gaan banate
Kudos to the entire Team✨♥️🫡