ইস্তানবুল জয়ের গল্প উঠে এসেছে "ফাতিহ ১৪৫৩" সিনেমাটি থেকে। সুলতান ফাতিহ (২)এর বাবার মৃত্যুর পরে সিংহাসন লাভ করে এবং কনস্টান্টিনোপল এর নির্যাতিত মুসলমানদেরকে রক্ষায় ৫৩দিন ব্যপী একটি ঐতিহাসিক যুদ্ধে বিজয় লাভ করে। তৎকালীন ঐ অঞ্চলের মুসলমানদের মাঝে কৌশলী ও অত্যাধুনিক
যুদ্ধঅস্ত্রের ব্যাবহার দেখা গেছে। সব মিলিয়ে এই এনিমেশন মুভিটা চমৎকার ছিল।