আমার দেখা এখনও পর্যন্ত দেবের সেরা মুভি । ভদ্রতা দেখে ও কথা বার্তা শুনে মানুষ দেবের ফ্যান তো আমরা প্রায় সবাই । দেবদার মুখে প্রথম বার গালাগালি শুনে প্রথমে অবাক হলেও সিনেমাটা দেখার পর অনুভূতি আসবে বুকের পাটা আছে বস। শুদ্ধ দেব- সৃজিত কম্বিনেশনের ম্যাজিক । থ্রিলার মুভির শেষ টুইস্টটা বলবনা তবে বলতে পারি থিয়েটার থেকে বার হবে হাততালি মারতে মারতে।