মোহর সিরিয়ালটি আমার খুব প্রিয় ছিল। একদিনও মিস করতাম না। কিন্তু ক্রমশ বোরিং আর বিরক্তিকর হয়ে উঠছে। একই ষড়যন্ত্র আর শঙ্খর নির্বোধের মত আচরন,মোহরের ন্যাকামি সহ্যের বাইরে চলে যাচ্ছে যে এখন প্রায়ই সুইচ ঘুরিয়ে অন্য চ্যানেলে চলে যেতে হচ্ছে। এবার গল্পটা শেষ করুন প্লিজ।