রোজা একটা অসাধারণ সিনেমা। এই ছবির কাহিনী, অভিনয়, গান সবই উচ্চ মানের। কেউ যদি এই বইটা বার বার দেখে তাও সে বিরক্ত অনুভব করবে না। এটা যতবার দেখা হবে দেখার শেষে যেনো একটা ভালো লাগা মনের মধ্যে তৈরি হবে। সিনেমা টি তে শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনা। আমার সিনেমা টি দেখে খুবই ভালো লেগেছে।