বাও, একটি ছোট্ট চমৎকার রেস্টুরেন্ট। আমরা এখানে দুইটি বাও অর্ডার করেছিলাম। একটি চিলি বিফ বাও এবং ক্রিমি প্রন বাও। এই বাও পরিবেশ করা হয়েছিলো ফ্রেঞ্চ ফ্রাই, সস এবং ক্যাবেজ সালাদ দিয়ে। দুইটি বাওই ছিলো অত্যন্ত চমৎকার ও স্বুস্বাদু। তবে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে, কাবেজ সালাদ। অত্যন্ত সুক্ষ্মভাবে কাটা নিজেস্ব সালাদ ড্রেসিং যা তারা নিজেরা তৈরি করেন এবং পিকল ব্যবহার করে এই সালাদ তৈরি করা হয়। শুধু এই সালাদ খেতেই বারবার করে বলা যায়। আর স্টাফদের ব্যবহারও চমৎকার। বিশেষ করে বলতে হয়, জনাব সেজানের কথা। তার নম্র ব্যবহার বাও রেস্টুরেন্টের অভিজ্ঞতা আরও উপভোগ্য করে তুলেছে।