একাধারে জমিদারকে ধর্ম প্রাণ মুসলিম হিসেবে দেখানো হয়েছে আবার সমকামী ও আমুদে দেখানোও হয়েছে। বিষয়টা যথেষ্ট সাংঘরষিক বলেই আমার মনে হয়।কেনোনা ইসলামে সমকামিতা সবচেয়ে বড় কয়েকটা গুনাহের মধ্যে অন্যতম। একটা জাতিকে আল্লাহ তায়ালা সমকামিতার জন্য ধ্বংস করে দিয়েছিলেন।আর তাছাড়া গানবাজনাও পুরোপুরি হারাম।এরকম মুভি মানুষের মনে ভুল ধারণার জন্ম দেবে বলেই আমার বিশ্বাস।
আর যারা এখন সমকামী হিসেবে মাদ্রাসার ছাত্রদের উদাহরণ দেবেন তাদেরকেও বলে রাখি যে মাদ্রাসার ছাত্ররা হারাম-হালালের মাপকাঠি নয়।