গল্প তে আসল চুরি কে করেছে, সেটা বুঝতে পারলাম না। প্রথমে দুই চোর বললো তাদের বস এবার তাদের বিদেশে নিয়ে গেলে ভালো হয়। পরে ত্রিশূলপানির সাথে গোপনে প্রতিমার গয়না চুরির কথাবার্তা বলাতেও ত্রিশূলপানি কেই Villain মনে হলো, শেষে দর্শক কে চমকে দেয়ার জন্যেই যেন হঠাৎ অপু-দা কে দোষী দেখানো হলো। কেন বুঝলাম না ঠিক। জলের তলায় আবির কে বাধাই বা দেয়া হলো কেন? অপু দা তো সোনা দার রহস্য উদ্ঘাটনের পরই ওনাদের আটকাতে পারতো। তাই গল্পে আবির-ঝিনুকের প্রেম ভালো লাগলেই অনেক কিছু খাপছাড়া লেগেছে।