'মানিকবাবুর মেঘ' কোনো ছায়াছবি নয়। পর্দায় ফুটে ওঠা এক কবিতা। সেই কবিতা আরো বেশি বাঙ্ময় হয়ে ওঠে মুখ্য অভিনেতা চন্দন সেনের নীরবতায়। অসামান্য দক্ষতায় তুলি চালিয়ে চলেন নবীন পরিচালক অভিনন্দন বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় এই ছবি প্রযোজনা করতে সাহস লাগে। সেই সাহস প্রদর্শনের জন্যে বৌদ্ধায়ন ও মোনালিসা মুখোপাধ্যায় বিশেষ প্রশংসার দাবিদার। এবং এই ছবিটির বাণিজ্যিক সাফল্যপ্রাপ্তি হয়ত এটা প্রমাণ করে দর্শক হিসেবে আমরা সাবালকত্ব লাভ করার পথে প্রথম পদক্ষেপটি নিতে পেরেছি।