'বেলাশুরু' সিনেমাটা দেখলাম। নায়িকা 'তিন্নি' প্রৌঢ়ত্বে এসে 'Alzheimer' রোগটির শিকার হন। এটি
হল এক ধরনের মস্তিষ্কের রোগ। যা ধীরে ধীরে স্মৃতিশক্তি এবং চিন্তাভাবনার শক্তিকে ধ্বংস করে দিতে পারে।
চলচ্চিত্রটির উপলব্ধি বিশ্লেষণে- মানুষের অনুভূতির জটিলতা বা সূক্ষ্ম অনুভব, যেটা থেকে ইচ্ছা, কল্পনা তথা 'স্বপ্নদেখা' নির্ভর করে..... সংসারের সামঞ্জস্য বজায় রাখতে সেই স্বপ্নকে ধামাচাপা দিয়ে কিছু মানুষ ত্যাগের কোন চূড়ান্ত পর্যায়ে জীবনযাপন করে গল্পটি তারই দৃষ্টান্ত।
'আপনি খুব ভালো মানুষ, আমার বরকে খুঁজে এনে দেবেন?' তিন্নির শেষ সুখকর স্মৃতি তার বিবাহ। বিবাহ যদিও একজন অতীব ভালো মানুষের সঙ্গে হয়েছিল। তবে ভালো মানুষ মানেই যে ভালো স্বামী, তা নয়। প্রৌঢ়ত্বে তাঁর স্বামীকে একদম ভুলে গেলেও কিছু আত্মা ছুঁয়ে যাওয়া কথা তাঁর মনে থাকে। 'আম তাহলে আরতির মনের মানুষ হতে পারিনি?আত্মা ছুঁতে পারিনি ?শুধু সংসারের যাঁতাকলে পিষে গেছি।' ....অনুতাপ স্বামীর।