আমার হাটু থেকে পায়ের পাতা পর্য্যন্ত ব্যথা হয় ।মাঝে মাঝে শিরার টান ধরে। পায়ের তলা ফেটে যায় । ফাটার আগে ব্যথা হয়।অনেক সময় রক্ত বেরিয়ে আসে। স্কিনের ডাক্তার দুটো মলম দিয়েছে মিস্কে করে লাগালে ২/৩দিনে জুড়ে রায়। ভাসকুলার সার্জন,ডা: বলেছে হাটু থেকে পায়ের পাতা পর্য্যন্ত রক্ত সঞ্চালন স্বাবাভিক নয় বলে পায়ের তলা ফাটছে। কয়েক বছর ধরে কষ্ট পাচ্ছি। আপনাদের সন্ধি অমৃত এ ব্যাপারে সাহায্য করতে পারে কি? জানতে পারলে ভালো হয়। মো---৯১৬৩২৭৬২০৬