Powerpack, Action pack, Mass Film বলতে যা বোঝায় #খাদান তাই। গল্প আছে, ডায়লগ আছে, রক্ত গরম করা action আছে, অভিনয় আছে, গান আছে, রোমান্স আছে, বন্ধুত্ব আছে, অসাধারণ সিনেমাটোগ্রাফি আছে, প্রত্যেকটা চরিত্রের আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে.... সবশেষে বলবো মানুষকে আবার সিঙ্গেল স্ক্রিনে ফিরিয়ে এনেছে। 💥⛏️🔥 বাপ এসেছে । জয়গুরু।