প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি আশাপূর্ণা দেবী লিখিত অভূতপূর্ব অসাধারণ উপন্যাস। তাঁর লেখার মাধ্যমে একটি মেয়ে অর্থাৎ সত্যবতীর জোরালো মতবাদকে প্রকাশ করেছেন ঐরকমযুগের প্রেক্ষাপটে।সত্যবতীর মাধ্যমে সেযুগের প্রত্যেকটি মেয়ের মনের কথা প্রকাশ করেছেন। সুবর্ণলতা ও তার মায়ের শিক্ষায় শিক্ষিত সেজন্য সে ও তার জোরালো মতবাদকে প্রকাশ করেছে।আমার অনেক আগের পড়া উপন্যাস। কিন্তু আজ ও আমার মনের মণিকোঠায় জাজ্বল্যমান।