Best romantic tragedy movie I have ever seen.. Simply gorgeous.. মুভির শেষের দিকে অঝোরে কান্না করেছি। সোনাই আর পরীর মিল হলো না শেষ পর্যন্ত, 😭😭😭💔 খুব খারাপ লেগেছিল তখন। গাজীর বউ যদি মিথ্যা না বলতো যে কানাইয়ের ফাসি হবে তাহলে হয়তো গল্পটা অন্য রকম হতো। মনপুরা ২ দেখতে চাই যেখানে সোনাই আর পরীর মিল হবে। আর এই ছবির গানগুলো masterpiece.. কোনো দিন ও পুরোনো হবে না