একগাদা দুপেয়ে হেটেচলে বেড়ানো অমেরুদণ্ডী দের ভিড়ের মধ্যে থেকে নিজের হারানো, নুয়ে পড়া, ক্ষয়ে যাওয়া শিরদাঁড়া খুঁজে পেতে চান? এই টালমাটাল সময়ে রাষ্ট্রের প্রতি যুক্তিহীন আনুগত্যের বশবর্তী না হয়ে নিজের শিক্ষা, সত্তা, যুক্তি কে হাতিয়ার হিসেবে মান্যতা দিতে চান? একগাদা গ্যাদগ্যাদে বাঙালীর আবেগে সুড়সুড়ি দেওয়া চলচ্চিত্রের বাইরে একটি সাদামাটা, নিপাট, আদ্যপান্ত বাংলা সিনেমা দেখতে চান?
'বরুনবাবুর বন্ধু' অবশ্যই দেখুন। পারিবারিক মেলোড্রামা, রহস্য রোমাঞ্চ সিরিজের বাইরেও যে বাংলা সিনেমার অস্তিত্ব ছিল এবং আছে তার প্রকৃষ্ট উদাহরণ এই সিনেমা। ধন্যবাদ পরিচালক অনীক দত্ত মহাশয়কে এই টালমাটাল সময়ে এরকম একটা চলচ্চিত্র উপহার দেওয়ার জন্য। 😊
মিডিয়া, কবি, লেখক, বন্ধু, পরিবার সবাই শাসকের ধামাধরা হলেও দুঃসময়ে নিজের ভেতরের বরুনবাবু যেন হেরে না যায়, অসহায় না মনে করে। সে যেন তীক্ষ্ণ হেসে প্রতিদ্বন্দ্বীর দিকে নির্দ্বিধায় ছুড়ে দিতে পারে সেই অমোঘ দুটি লাইন, ' তোমরা মানুষ, আমরা মানুষ / তফাত শুধু শিরদাঁড়ায়'।