দিন দিন এই সিরিয়াল টি অসহ্য/বিরক্তিকর হয়ে যাচ্ছে, তিথির মত চরিত্রের জন্য। অত্যন্ত অহঙ্কারী, বিনয়ের ছিটে ফোটা নেই।যারা লেখাপড়ায় ভালো হয়, আর প্রকৃত গুণী মানুষ রা সবসময় বিনয়ী হয়, অন্যের থেকে শিক্ষা নেয় এবং অন্যকেও বিনয়ের সহিত শিক্ষা দান করে।একটা মানুষ কখনোই একশো শতাংশ গুণী, অথবা নিখুঁত হতে পারে না।কিছু পারার সাথে না পারা ও দেখানো উচিত, তবেই সে প্রকৃত্র মানুষ, না হলে তো সে অতিমানুষ অথবা ভগবান