ভীষণ ভীষণ ভালো একটা ছবি দেখলাম আজ মানিকবাবুর মেঘ। কোনোরকম আগাম ধারণা ছিল না এই ছবি সম্পর্কে। তাই হয়তো পুরো খোলা মনে ছবিটা দেখতে সুবিধে হয়েছে। পরিচালক অভিনন্দন ব্যানার্জী স্যারকে অসংখ্য অভিনন্দন ও ধন্যবাদ এতো ভালো একটা সিনেমা আমাদের উপহার দেবার জন্য। প্রযোজক বৌদ্ধায়ন মুখার্জী স্যার এবং মোনালিসা মুখার্জী ম্যাম কে অসংখ্য ধন্যবাদ। এবার আসি অভিনেতা চন্দন সেনের কথায়। পুরো পর্দা জুড়ে চন্দন সেনের অভিনয় দেখা এ এক পরম প্রাপ্তি। চন্দন বাবুকে যথাযথ সাপোর্ট করেছেন শ্রী দেবেশ রায়চৌধুরী, শ্রী ব্রাত্য বসু, শ্রী অরুন গুহঠাকুরতা এবং শ্রী নিমাই ঘোষ। আর গল্প... যা কিনা সবাইকে দিয়ে ভালো অভিনয় করিয়ে নিয়েছে। ভালো বাংলা সিনেমা দেখার যদি চাহিদা থাকে তাহলে অবশ্যই এই সিনেমা দেখার জন্য অনুরোধ রইলো সবাইকে।