গণতন্ত্রে কীভাবে এই পরিবারতন্ত্র মৌরসিপাট্টা বজায় রেখেছে ? লেখক এক্ষেত্রে ভারতের অর্থনৈতিক বাস্তবতাকে তুলে ধরছে। ভারতে ৯৫% মানুষের নিয়মিত আয় নেই। এদেশে সংসদের একটা আসনের দাম কতো ? সংসদ থেকে একজন সাংসদের আয় কতো ? সেই পরিমাণ আয় কি অন্য পেশায় সম্ভব ? ভারতে শিল্পায়ন হয়নি, আর্থিক সুযোগ কম। ভালো চাকরি ভালো জীবনযাত্রা সহজলভ্য নয়। সেখানে সংসদের একটা আসন কতোটা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির জন্য ?
একজন সাংসদ বেতন পেনশন বাবদ ৫ বছরে যা পান, তা আপনি সারাজীবনেও পারবেন না। শুধুমাত্র MPLAD এই বছরে ৫ কোটি দেওয়া হয়, ৫ বছরে ২৫ কোটি। কেউ যদি ২০% কমিশন খায়, তাহলেও ৫ বছরে ৫ কোটি কামাবে। আপনি সারাজীবনেও ৫ কোটি কামাতে পারবেন ?
এটা ঐ সাংসদ যদি "সৎ" হন তবেই কামাবেন। ২.৫ ট্রিলিয়ান ডলারের অর্থনীতি, যার অছি হলো প্রায় ৮০০ জন সাংসদ। জনপ্রতিনিধিকে তার সিদ্ধান্তের জন্যে শাস্তি দেওয়া যায় না। তা সে ঠিক হোক বা ভুল, আইনত জনগণের সিদ্ধান্ত। আমি যদি আদানি, আম্বানির থেকে পয়সা খেয়ে প্রকাশ্যে বলি, অমুক রিফর্ম বিলটা দেশের পক্ষে মঙ্গলজনক। এবং সেটা যদি বাস্তবে ক্ষতিকারক হয় তাহলে কি আপনি আইনত আমায় শাস্তি দিতে পারবেন ? জনপ্রতিনিধির ইচ্ছাই জনগণের ইচ্ছা। তাহলে এই ৮০০ জন জনপ্রতিনিধির ক্ষমতাটা কোথায় বুঝতে পারছেন ?