খুব বোরিং হয়ে উঠেছে ইদানিং এই সিরিয়াল টা, বাবিন আর গুনগুন এর মধ্যে একইরকমের কথোপকথন চলছে গত কয়েক মাস ধরে,নতুন কোনো টপিক নেই,সেই তিন্নি দিদি,রোজ ই বলে ডিভোর্স দেবো,অসহ্য। তাছাড়া গুনগুন এর নেকামি গুলো বড্ড একঘেঁয়ে হয়ে গেছে, গুনগুন এর উচ্চারণ এর মারাত্মক সমস্যা আছে,বাবা মা কে বলে বামা, তারপর কে বলে তাপর,হাত টা না বোলে বলে হাত তা ইত্যাদি ইত্যাদি, আর ওই তোতলামি প্রতি কথায়,যে কোনো শব্দ উচ্চারণ করলে গেলেই হোচট খায়,এটা কেন? একেবারেই ভালো লাগে না ।