Good movie, the new Feluda trio are slowly but surely establishing themselves on screen. সন্তোষ দত্ত আর বিভূ ভট্টাচার্যের কথা ভোলা সম্ভব নয়। কিন্তু অরিজিৎ গুহা যথাযত চেষ্টা করেছেন জটায়ুর ভূমিকায়। আয়ুষও ঠিকঠাক তোপসের চরিত্রে। ইন্দ্রনীল সেনগুপ্ত ফেলুদা হিসেবে নিজেকে স্থাপিত করতে মনে হয় আরও সময় নেবেন। একটু যেন দ্বিধাগ্রস্থ। সন্দ্বীপ রায়ের পরিচালনা সত্যিই অসাধারণ। গাওয়াঙ্গির মেকআপ আরও ভালো হতে পারত। Overall enjoyable watch. এত সমালোচনা কেন এই সিনেমা নিয়ে তা বোঝা গেল না।