এর আগে একবার লিখেছিলাম এই সিরিয়ালের পরিচালকের ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার নিয়ে । দেখা যাচ্ছে কিছুই শেখেন নি । এতো উচ্চগ্রামে ব্যাকগ্রাউন্ড মিউজিক উনি চালান যে সিরিয়ালের কুশীলবদের বহু কথাই শুনতে পাওয়া যায়না এবং চরম বিরক্তি তৈরি হয় । ফলে সিরিয়ালটা দেখা শেষপর্যন্ত হয়তো ছেড়েই দেবো ।