মানিকবাবুর মেঘ মনে থাকবে চন্দন সেন এর অনন্য সাধারন অভিনয় এর জন্য...মন মোর মেঘের সঙ্গী....সেই মেঘ সত্যিই যেনো এক রহস্যময়ী নারী...আর চিরদিনের স্বল্পবাক প্রকৃতি প্রেমী মানিক বাবু র জীবনে রোমাঞ্চকর ভালোবাসা হয়ে ঝরে পড়ে বৃষ্টির ধারাপাত। এক নিম্নবিত্ত মানুষের রূঢ় বাস্তব জীবনে, তার একঘেয়ে একাকীত্বে এক লহমায় oxygen এর মতো উপস্থিত অশরীরী প্রকৃতির নিবিড় সান্নিধ্য। শঠতা, সংকীর্ণতায় ক্ষত বিক্ষত, মানুষের প্রতি উদাসীন সমাজ এর কাছ থেকে মুখ ফিরিয়ে তাই মানিক বাবুর আত্মসমর্পণ উদার প্রকৃতির বুকে ...অসাধারণ এক কাব্যিক উপস্থাপনা। অভিনন্দন এর চিন্তায় নূতনত্ব আছে, আছে কল্পনার অনুষঙ্গ .......হল থেকে বেরিয়ে আসার পর মনের ভিতরে অণুরণণ চলতে থাকবে..বুকের ভিতর কান্না গুমরাবে, প্রকৃতি আর বাস্তবের সংঘাত মন কে হঠাৎ নাড়া দেবেই। পরিচালনা খুব শক্তিশালী, দেবেশ রায় চৌধুরী, ব্রাত্য বসু, প্রত্যেকে স্বীয় চরিত্রে তার সেরা অভিনয় টুকু উজাড় করে দিয়েছেন...আমাদের মনের মধ্যে কল্পনা আর কঠোর দিন যাপন এর চর্চা চলতে থাকুক...ততক্ষণে আপনারা সবাই মানিক বাবুর মেঘ দেখে আসুন...আমাদেরও আকাশে এখন মেঘ বৃষ্টির লুকোচুরি....সবাই মিলে মন হারাই।